হারানো বাক প্রতিবন্ধি ছেলে ৫ মাস পর খুজে পেল পরিবার

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৪:৩৪ পিএম
হারানো বাক প্রতিবন্ধি ছেলে ৫ মাস পর খুজে পেল পরিবার

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাড়ি থেকে হারানো বাকপ্রতিবন্ধি ছেলে মিলন মিয়াকে ৫ মাস খুজে পেল পরিবার।  আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পঞ্চগড় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের রণচন্ডি বাজার থেকে তাকে খুঁজে পেয়েছে। জানা যায় বাক প্রতিবন্ধি মিলনের বড় বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে স্থানীয় এক লোকের মাধ্যমে সংবাদ পেয়ে  তার পিতা ফজলুর রহমানকে নিয়ে ভাইয়ের খোঁজে  সকালে পঞ্চগড়ে আসেন। সেখানে অটোবাইক নিয়ে মহাসড়কের দুপাশে খুঁজে  আসার এক পর্যায়ে রণচন্ডি বাজারে হারানো বাক প্রতিবন্ধির  মিলন মিয়ার সন্ধান পেয়েছেন। তার  বাড়ি রংপুর জেলাধীন পীরগাছা থানা আনন্দী ধনিরাম গ্রামে।

ফজিলা বেগম দীর্ঘ কয়েক মাস পর হারানো একমাত্র ভাইকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে মিলনের বাক প্রতিবন্ধি হওয়ার কারন সম্পর্কে বলেন শিশুকালে ৩ বছর বয়সে তার জ্বর হয়েছিল। তখন জ্বরের তাপে মুখে গাজ ফেনা চলে আসলে বাবা ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করেন। যখন সে কিশোর ও যুবক বয়সে পরিণত হয় তখন বাক প্রতিবন্ধির চিকিৎসার জন্য মেডিকেলে নিলে ডাক্তার বলেন অনেক দেরি হয়েছে গেছে। তবে যদি সে শুনতে পারে কথা বলতে পারবে সময় লাগবে। তখন থেকে একাকি দূরে কোথাও গেলে আর বাড়ির খেয়াল রাখতে পারত না। গত ৫ মাস আগে  নতুন প্যান্ট কেনার কথা বলে বাবার সংগে বাজারে গিয়ে হঠাৎ হারিয়ে যায়। তখন থানায় জিডি করি এবং স্থানীয়ভাবে পোস্টার লাগানোর পরও ভাইয়ের খোঁজ পায়নি। গত সপ্তাহে স্থানীয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে আমার শশুড়কে জানান। সেই সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ায় এসে ভাইকে খোঁজে পেয়েছি খুব ভালো লাগছে

 মিলনের পিতা ফজলুর রহমান আমার এক মেয়ে ও এক ছেলে । একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে খুব কষ্টে দিন গেছ তার মা পাগল প্রায়।  মিলন হারানোর পর বিভিন্ন জায়গায় খুঁজে পায়নি। আজ এখানে পেয়ে খুব আনন্দ লাগছে; আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। 

উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর  স্থানীয় সাংবাদিক এম এ বাসেত ওই বাক প্রতিবন্ধিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মানবিক পোস্ট করেছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে