এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে সারাদেশে বৃহস্পতিবার অবস্থান

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৫:১৮ পিএম
এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে সারাদেশে বৃহস্পতিবার অবস্থান

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন-ইসি কর্মীরা সারাদেশে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে আমরা অফিসের সামনে অবস্থান নেব। সঙ্গত কারণে সব কর্মকর্তা-কর্মচারী তাতে অবস্থান নেবেন, এসময় আমাদের কাজ তো আমাদের করার সুযোগ নেই। সুতরাং কাজ বন্ধ করেই আমাদের সামনে দাঁড়াতে হবে। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও না নেওয়ার অনুরোধ জানিয়ে আমরা ৫ মার্চ সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে স্মারকলিপি দিয়েছিলাম।

মনির হোসেন বলেন, দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চেয়েছি, কমিশনের পক্ষ থেকে পেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখিনি। আমরা ঘোষণা করেছিলাম, ১২ মার্চের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে কর্মসূচি দিব।

এদিন সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো অগ্রগতি না পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহস্পতিবার সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয় ও স্থানীয় কার্যালয়গুলোতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে