চরভদ্রাসনে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতী সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৭:১৬ পিএম
চরভদ্রাসনে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতী সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  বুধবার দুপুর আড়াই টায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫খ্রিঃ পালনের জন্য এক প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রস্তুতীমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান সভায় উপস্থিত ছিলেন।  এ প্রস্তুতীমূলক সভায় অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায়, ইউপি চেয়ারম্যান আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, শিক্ষক সামসুদ্দিন আহম্মেদ ও শিরিন সুলতানা প্রমূখ। 

জানা যায়, গণহত্যা দিবস পালন উপলক্ষে আগামী ২৫ মার্চ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন রাতে ব্লাক আউট কর্মসূচী পালন করা হবে। পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের ভোর রাতে ৩১ বার তোপ ধ্বনী দেওয়ার পর প্রথম প্রহরে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা ভাস্কার্যে পুস্প স্তবক অর্পন, চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বাদ যোহর মসজিদ মন্দির ও গীর্জায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। একই দিন বিকেলে উপজেলার উক্ত কলেজ মাঠে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে