বগুড়ার গাবতলীতে আছিয়া ধর্ষনকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বুধবার (১২ মার্চ) বেলা ১১ টায়, উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যেগে, গাবতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির আয়োজনে থানা সদরে মানববন্ধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা তিথি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া মহিলা দলের সহসভাপতি শামীমা আকতার পলিন, গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, পৌর মহিলা দলের সভাপতি কানিজ সুলতানা সুরভী, মাজেদা বেগম, আয়না বেগম, জাহানারা বেগম, পারুল বেগম, সুর্য বেগম,সারজিনা,তাজুল ইসলাম লিটন, নাফিজ উদ্দীন ফটু সহ বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।