ইন্দুরকানীতে নাশকতার অভিযোগে ৫৮ আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ এএম
ইন্দুরকানীতে নাশকতার অভিযোগে ৫৮ আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চার ইউপি চেয়ারম্যানসহ ৫৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম ইন্দুরকানী থানায় এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক শাহিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর এবং ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরসহ আরও ২৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মী।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন, ৭ মে রাতে আসামিরা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে গাবগাছিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটান। মামলার পর পুলিশ ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত আসামি হিসেবে নাম উল্লেখ করে তদন্ত করছে।

এদিকে, মামলায় আসামি হওয়া পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, এজাহার পেয়েছি। মামলাটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে