নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৫ এএম
নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে  বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) সন্ধায় বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রানা চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তি  ২নং সদর ইউনিয়নের হরে রাম সাহার ছেলে সিএনজি চালক জিতেন চন্দ্র সাহা (৪৫)। অপরদিকে সিএনজিতে থাকা আরেক যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলেন সিএনজি।  কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি রাস্তায় সিএনজি পৌঁছেলে রাজশাহী থেকে বগুড়া গামী অজ্ঞাত একটি বাস সিএনজিতে সজরে ধাক্কা দিলে ধাক্কা ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়। সিএনজিতে থাকা শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়।নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


আপনার জেলার সংবাদ পড়তে