আছিয়ার ধর্ষণের প্রতিবাদে মধুখালীতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মানববন্ধন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৩:৫১ পিএম
আছিয়ার ধর্ষণের প্রতিবাদে মধুখালীতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মানববন্ধন

মাগুরায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়ার ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ, ছাত্র-জনতা ও সচেতন নাগরিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেয়। 

শিক্ষক মীর নাজমুল হুসাইনের সভাপতিত্বে  শিক্ষক মৃধা রোকরুজ্জামান ও হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, তানিয়া আহম্মেদ, শিক্ষক মঞ্জুরুল ইসলাম সাবিহা সুলতানা, মো. আব্দুল করিম, টারজান মিয়া, শিক্ষার্থী শাহ মো. সারাফাত,  সহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক। আছিয়ার মতো নিষ্পাপ শিশুরা ধর্ষণের শিকার হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।

তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। বক্তারা নারীদের নিরাপত্তা জোরদার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় তুমিকে আমিকে আছিয়া, আছিয়াসহ বিভিন্ন স্লোগানে মানববন্ধন মুখরিত হয়ে উঠে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে