ভূঞাপুরে 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৪:২৯ পিএম
ভূঞাপুরে 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভূঞাপুরের আয়োজনে কমপ্লেক্স হল রুমে এটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রভাষক শামছুল হক সবুজ। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আব্দুস ছোবাহানে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাছুম, ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আতিফ রাসেল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে