কলমাকান্দায় ১৮০ তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৩১ পিএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৩১ পিএম
কলমাকান্দায় ১৮০ তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু

দোল পূর্ণিমা উপলক্ষে শুক্রবার (১৪ই মার্চ) থেকে নেত্রকোনার কলামাকান্দায় লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে ৪ দিন ব্যাপী চেংগ্নী মেলা শুরু হতে যাচ্ছে। মেলায় ক্ষুদ্র, মাঝারি বিভিন্ন ধরনের কয়েক শত দোকান, হরেক রকমের জিনিস দিয়ে সাজানো হচ্ছে সীমান্ত পাদদেশ। দোকান নির্মাণে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

এছাড়াও নাগরদোলা, পুতুল নাচ, শিশু কিশোরদের নিশানা ফুটানো, ধুলি-ধুসরিত মাঠে বেলুন উড়ানো খেলায় নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী বিপুল সংখ্যক মানুষ এ মেলায় অংশগ্রহণ ও কেনাকাটা করতে আসে।

মেলা কমিটির সভাপতি প্রনব হাজং বলেন, বরাবরের ন্যায় আমাদের এই দোল পূজা উপলক্ষে দু"সীমান্তের আদিবাসী জনগোষ্ঠীসহ এক মিলন মেলা হয়ে ওঠে। এই দোলযাত্রা উপলক্ষে চেগ্নী গোপাল বাড়ি মন্দির প্রাঙ্গণে এবার ১৮০ তম সংকীর্তন  উৎসব হিসেবে ৪ দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ বলেন, এ বছর মেলা প্রাঙ্গণে পুলিশ ও বিজিবি সর্তক অবস্থানে মোতায়েন করা হবে, মেলায় ঘুরতে আসা মেলাপ্রেমীদের নিরাপত্তার স্বার্থে। এ ছাড়াও স্থানীয় মেলাকমিটি ও স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে, তারাও সর্তক থাকবে, যাতে করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে।

আপনার জেলার সংবাদ পড়তে