মাগুরার একটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক দিয়ে একটি কফিন মিছিল বের করা হবে। আয়োজকদের দাবি, এই কর্মসূচি ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে পালন করা হবে।
গত ৮ মার্চ মাগুরা জেলার একটি গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এই শিশুটি ধর্ষণের শিকার হয়। এরপর ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুটির মৃত্যুর পর, তার চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এর মধ্যে দুইবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।
এই ঘটনাটি দেশে একটি বড় ক্ষোভের জন্ম দিয়েছে। ধর্ষণবিরোধী মঞ্চ ও মানবাধিকার সংগঠনগুলো দোষীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিনের কর্মসূচি আয়োজন করছে। তাদের মতে, শিশুদের নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার জন্য এ ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচির মাধ্যমে মাগুরার শিশুটির আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং সেই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী স্লোগানে ক্যাম্পাসের পরিবেশ সজীব থাকবে।