এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৫:১৮ পিএম
এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে 'স্ট্যান্ড ফর এনআইডি' কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩মার্চ) রাজারহাট উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল ১১টা থেকে ব্যানার ফ্যাস্টুন নিয়ে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

এ সময় মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুপ্ত করিম, সহকারি উপজেলা নির্বাচন অফিসার নিলুফা আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর চন্দ্র শেখর রায় ও মোঃ লিমন আহমেদ, অফিস সহকারি মোঃ শহিদুল ইসলাম এবং অফিস সহায়ক মোহাম্মদ আশরাফ আলী প্রমূখ।

বক্তারা বলেন, আগামী ১৮মার্চ তারিখের (মঙ্গলবার) মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে