হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০২:৫৬ পিএম
হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৫ মার্চ)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: তানভীর হাসান জিকো। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডা. দেবাঞ্জন পন্ডিত,সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারী। 

জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। অভিভাবকরা নির্ধারিত বয়সের  শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

আপনার জেলার সংবাদ পড়তে