চলমান অচলাবস্থায় ভারতও অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম
চলমান অচলাবস্থায় ভারতও অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছি।

তিনি আরও যোগ করে বলেন, ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুনগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।


আপনার জেলার সংবাদ পড়তে