রোববার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বললেন, এমনভাবে দুদক সাজাতে হবে যেন, পরবর্তীকালে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারে। অন্তর্র্বতী সরকারের রাজনৈতিক স্বার্থ নাই, তাই দুদকসহ অন্য প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে, যেন পরবর্তী সরকার এই ধারা অব্যাহত রাখতে পারে।
বক্তব্যেই তিনি আরও যোগ করে বলেন, এমন দুদক চাই যেখানে ব্যক্তিগত বা দলীয় প্রভাব থাকবে না। রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি দূর করতে হবে। এই সরকারকে দুদকসহ অন্য প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে, যাতে পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়।
রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা নিয়ে চলারও পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক।