সরাইলে জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:২৫ পিএম
সরাইলে জামায়াতের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সরাইল সদরের বিকাল বাজার শাহী জামে মসজিদে (হাটখোলা) কয়েকশত লোকের অংশ গ্রহণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াত ইসলামের সহকারি সেক্রেটারী জেনারেল জুনায়েদ হাসান। সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল জাবেদ ইসলাম ও সরাইল সদর ইউপি জামায়াতের সভাপতি খন্দকার বরকত উল্লাহ মিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁন। এ ছাড়াও বক্তব্য রাখেন- জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন। দোয়া করেন মাওলানা রবি উল্লাহ কাসেমী। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিজেলা দেশের সম্পদ লুটপাট করেছে। তারা ভারতকে এই দেশ শোষণের সুযোগ করে দেয়ার রাজনীতি করেছে। বিচারের নামে বড় বড় আলেমকে হত্যা করেছে। এই দেশের বাংলাদেশ জামায়াত ইসলামের কয়েকজন মন্ত্রী ছিলেন। তাদের কোন দূর্নীতি অনিয়ম করেননি। দেশকে সন্ত্রাস দূর্নীতি খুন গুম মুক্ত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। আসুন, আমরা সকল ইসলামী দল গুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে