হরিপুরে গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ

এফএনএস (কবিরুল ইসলাম কবির; হরিপুর, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০২:০০ পিএম
হরিপুরে গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ঘোড়ার মাংস ফেলে কসাই পালিয়ে গেছে। ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার বটতলী বাজারের পাশে। একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এমন কারবার করে আসছে বলে জানিয়েছে স্থানীয় জনতা। গত কয়েক দিন আগে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রামের একটি পুকুর থেকে বস্তা বন্দি দুটি ঘোড়ার চামড়া ও মাথা স্থানীয় জনতা উদ্ধার করে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সকালে উপজেলার সদর ইউনিয়নের বটতলী বাজারের পাশে ঘোড়া জবাই করার সময় স্থানীয় জনতা দেখে ফেলে। এসময় কসাই টের পেয়ে জবাই করা ঘোড়ার মাংস রেখে পালিয়ে যায়। পরে জনতা থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহতায় ঘোড়ার মাংসগুলো মাটিতে পুতে ফেলা  হয়েছে। কে বা কাহারা এমন কাজ করেছে তা এখনো জানা যায়নি এবং কেউ থানায় লিখিত অভিযোগও করে নাই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে