গজারিয়ায় দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৫:৩০ পিএম
গজারিয়ায় দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা দুটিতে প্রতি মাসে প্রায় ৬৮ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।

রোববার (১৬ মার্চ) সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ।

অভিযান শেষে তিনি বলেন, 'গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পর পরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আজকে আনারপুরা গ্রামে অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হলো'।

তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে আমরা ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারাখানার দুটির সকল স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। কারখানার দুটিতে প্রতিমাসে ৬৮ লক্ষ টাকার বেশি ব্যবহার করা হতো'। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমূখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে