টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলীকে স্থায়ী ভাবে বহিস্কারের দাবীতে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা। গতকাল সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মানববন্ধনে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা অংশ নেয়। এসময়ে বক্তব্য রাখেন, অধ্যাপক মিজানুর রহমান আখুন্দ, হোসনে আরা, শিক্ষার্থী সানিয়া, পূজা, নূরী অতসী প্রমুখ। উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল্লাহ আল আওয়াল হাবিব, খন্দকার মুজাহিদ মেহেদী হাসান, নূরুল ইসলাম মনসুর, সীমা আক্তার, রীনা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, অধ্যক্ষ হাসান আলী দীর্ঘ দিন যাবৎ নানা অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে তাকে সাময়িক বহিস্কার করা হয়।
অধ্যক্ষ হাসান আলীর বহিস্কারের বিরুদ্ধে হাই কোর্টে রিট করলে হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করে। তৎপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে অধ্যক্ষ হাসান আলীকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করে। কিন্তু কলেজ গভর্নিং বডি তার যোগদান গ্রহণ না করায় অধ্যক্ষ হাসান আলী কলেজের তালা ভেঙে অফিস দখল করে। কলেজের তালা ভেঙে অফিস দখলের প্রেক্ষিতে কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।
অধ্যক্ষ হাসান আলী বলেন, “মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেছেন। তৎপ্রেক্ষিতে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে আমাকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করেছেন”। তিনি আরো বলেন, “এব্যাপারে আমি গভর্নিং বডির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অধ্যক্ষের অফিস কক্ষে আমি প্রবেশ করার চেষ্টা করে তালা পরিবর্তন দেখে আমি সেটি ভেঙে অফিসে প্রবেশ করি।