খুলনার ডুমুরিয়ায় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
প্রস্তুতি সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে জাতীয় পতাকা উত্তোলন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা মতো সময়ে ধর্মীয় উপাসানালয়ে দোয়া আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোক সজ্জাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন,আব্দুল মালেক, শেখ ফহরাদ হোসেন,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া উপজেলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী,মুফতি আব্দুল কাইয়ুম জমাদার,মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা আই সিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, শেখ দিদার হোসেন,হুমায়ূন কবির বুলু, শিক্ষক নিত্যনান্দ মন্ডল, এ্যাডভোকেট আলমগীর কবির, শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল,শফিকুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।