মাধবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গরু বিতরণ

এফএনএস (হবিগঞ্জ প্রতিনিধি) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০২:৫৩ পিএম
মাধবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গরু বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু (ষাঁড) বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এঁড়ে গরু বিতরণ করা হয়।মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নৃ গোষ্ঠর ২৪ জন কে গরু বিতরণ করেন।এ সময় প্রাণী সম্পদ অফিসার ডাঃমিঠুন সরকার বক্তব্য রাখেন। উপজেলার নোয়াপাড়া ও শাহজাহানপুর ইউনিয়নের চা বাগান গুলোতে নৃ-গোষ্ঠীর বসবাস এর মধ্যে এবার ২৪জন কে গরু দেওয়া হয়। বিতরণকৃত গরুগুলোর ওষুধপত্র প্রাণী সম্পদ অফিস থেকে সরবরাহ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে