সিংড়ায় মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি: ছাত্রলীগ নেতা আটক

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৩:২৪ পিএম
সিংড়ায় মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি: ছাত্রলীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় ফেইসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে সাকিবুল ইসলাম স্বচ্ছ নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ১১ টায় সিংড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। যুবক সাকিবুল ইসলাম স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ সংসদের ছাত্রলীগের সাবেক জিএস উম্মে আমারা ইসলাম সুখির ছোট ভাই। তবে এই ঘটনায় তার বোন উম্মে আমারা ইসলাম সুখি জড়িত থাকলেও তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। এদিকে মহানবী সা: এর কটুক্তির উস্কানিদাতাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন আলেম সমাজ সহ ইসলামী সংগঠন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে ওই যুবক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবক ও তার বোন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ সংসদের ছাত্রলীগের সাবেক জিএস উম্মে আমারা ইসলাম সুখির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝড় উঠে। এরপর স্থানীয় জনতা উপস্থিত হয়ে বিচার দাবি করলে পুলিশ ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। আরো যারা জড়িত তাদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে