শ্রীবরদীতে মদসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৩:২৬ পিএম | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৩:২৬ পিএম
শ্রীবরদীতে মদসহ কারবারি আটক

শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুর রহমান শ্রীবরদী উপজেলার বগুলাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ ) গভীর রাতে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদসহ মো. হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক কারবারি মো. হাফিজুর রহমানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে