চট্রগ্রামে হ্যান্ডবল রেফারীজ কোর্সের সনদ বিতরণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৬ এএম
চট্রগ্রামে হ্যান্ডবল রেফারীজ কোর্সের সনদ বিতরণ

চট্রগ্রামে ৪ দিন (৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর) ব্যাপী হ্যান্ডবল রেফারীজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় চট্রগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে চট্রগ্রাম শারীরিক শিক্ষা কলেজে বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ কোর্স-২৪ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান। চট্রগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর এর সভাপতিত্বে প্রভাষক সাইফুল্লাহ মনিরের সঞ্চালোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ জাহেদুল করিম বাপ্পী শিকদার, চট্রগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আব্দুল বারী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর কল্লোল দাশ, জাতীয় হ্যান্ডবল দলের কোচ ও জাতীয় হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নাসির উল্লাহ লাভলু, জাতীয় হ্যান্ডবল কোচ ও আন্তর্জাতিক হ্যান্ডবল রেফারী উত্তম সেন গুপ্ত, সাবেক ফুটবল খেলোয়াড় মুন্না ইসলাম, প্রশিক্ষণার্থী মোরশেদ উল আলম, বাবলি চাকমা প্রমূখ। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সকল প্রভাষকবৃন্দ সহ রেফারীজ কোর্সের ৬৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে