উদ্বোধন হলো দীর্ঘতম ‘যমুনা রেল সেতু’

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ১২:৫৪ পিএম : | আপডেট: ১৮ মার্চ, ২০২৫, ০২:৪০ পিএম
উদ্বোধন হলো দীর্ঘতম ‘যমুনা রেল সেতু’

দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা ৪০ মিনিটে টাঙ্গাইলের ভূঞাপুর প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনে এর উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি। পরে অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে রেল সেতুর শুভ উদ্বোধন করেন।

ইব্রাহিমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলন শেষে ট্রেনটি পুণরায় ইব্রাহিমাবাদ স্টেশনে এসে পৌছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে