আ.লীগ নেতাদের জমি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৩:৩৬ পিএম
আ.লীগ নেতাদের জমি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতাদের চাঁদা না দেওয়ায় বসতঘর ভাংচুর ও জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে। (১৮ মার্চ) মঙ্গলবার দুপুর বারোটায় পটুয়াখালী প্রেসক্লাবে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন নাসিমা বেগম নামে এক ভুক্তভোগী নারী। এসময় সময় সম্মেলনে তিনি বলেন, পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুড়ির খাল পাড় এলাকায় লতিফ মৃধার থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। যাহার খতিয়ান নং-৪০৩, দাগ নং-১২৯৯ এবং পৌর হোল্ডিং নং ০৫৫৮-০০। কিন্তুু পারিবারিক ভাবে অসচ্ছল থাকায় ভাল ভাবে ঘর তুলতে পারিনি। তবে চলতি বছরের ১২ মার্চ কিছু টাকা জমিয়ে পুনরায় বসতঘর নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভূমিদস্যু কবির মৃধা, নাসির মৃধা, হাবিব মৃধা, আমির মৃধা, দুলাল মৃধা, সায়িম, শাহাবুদ্দিনসহ বেশকিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে রাতে আমার বসতঘর ভাংচুর করে এবং হুমকি ধামকি দিয়ে চলে যায়। এছাড়া ঘর তুলতে ৩ লক্ষ টাকা দাবি করেন আওয়ামী লীগের ভূমিদস্যু সন্ত্রাসীরা। তিনি আরো বলেন, বর্তমানে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার শামীম আহমেদ জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ১২ মার্চ কুড়িরখাল এলাকার ঘটনা স্থানে যাই এবং পরিস্থিতি শান্ত হলে চলে আসি। তারপর শুনেছি নাসিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে