বড়াইগ্রাম পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে বিশেষ সম্মানী

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৪:৪৯ পিএম
বড়াইগ্রাম পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে বিশেষ সম্মানী

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৯৭ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে ইউএনও ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস তাদের হাতে ইমাম-মুয়াজ্জিনসহ ও ঈদগাহ কমিটির নেতাদের হাতে মোট ৮৭ হাজার চারশ’ টাকা তুলে দেন।

পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বক্তব্য রাখেন। 

এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা খুবই কম। তাই তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দিয়েছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে