যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য আসে, যা বাস্তবে অর্থনীতির ওপর তেমন কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশ ইতোমধ্যে অর্থনৈতিক উন্নয়নের পথে রয়েছে। যারা মনে করছেন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে রয়েছে, তারা পুরো বাস্তবতা না জেনেই মন্তব্য করছেন।”
তিনি আরও বলেন, “কিছুদিন আগে গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিক বাংলাদেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে বাস্তবতা হলো, আমাদের অর্থনীতি একসময় সংকটে ছিল, কিন্তু এখন আমরা ঘুরে দাঁড়াচ্ছি। বাইরের অনেকেই সঠিক তথ্য না জেনেই বিভিন্ন মন্তব্য করেন, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।”
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “২০২৬ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে কাজ করছি। এটি একটি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া, যেখানে হঠাৎ করেই বড় কোনো পরিবর্তন আসে না। এজন্য আমরা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি গ্রহণ করেছি, যাতে অর্থনৈতিক ধাক্কা এড়ানো যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক পারফরম্যান্স মোটের ওপর সন্তোষজনক। কিছু ভুলত্রুটি থাকলেও, তা সংশোধন করে আমরা এগিয়ে চলছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “পণ্য খালাসে যে জটিলতা ছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। তবে কিছু ব্যবসায়ী নানা কৌশলে বাজারে অস্থিরতা তৈরি করতে চায়। আমরা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। কোনো বাহ্যিক মন্তব্য বা গুজবে হতাশ হওয়ার কিছু নেই। আমরা ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি এবং বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”