ইতালী রাষ্ট্রদূতের দপ্তরে লিখিত আবেদন

ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৪:৫৭ পিএম
ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিকের বিরুদ্ধে এক ইতালী প্রবাসীর একতলা বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনধরনের আইনি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ইতালী প্রবাসী নিজাম উদ্দিন।

অবশেষে প্রবাসী নিজাম উদ্দিন অতিসম্প্রতি ইতালী রাষ্ট্রদূতের দপ্তরে লিখিত আবেদন করার পর বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরে। মঙ্গলবার দুপুরে নগরীর ১১ নম্বর ওয়ার্ড চাঁদমারী মাদ্রাসা সড়কের বাসিন্দা ও ইতালী প্রবাসী নিজাম উদ্দিন মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তির আমার অংশে ২০১১ সালে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে চারতলা বিল্ডিংয়ের প্লান পাস করা হয়। পরবর্তীতে একতলার এক ইউনিটের কাজ শেষ করে বাবা, মা এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম। তিনি আরও বলেন, আমার মা-বাবা মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানদের ইতালীতে নিয়ে আসি। এসময় বাড়িতে আমার শ্বাশুড়ি ও এক পরিবার ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

প্রবাসী নিজাম উদ্দিনের শ্বাশুড়ি মাজিদা বেগম বলেন, সম্প্রতি মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিক মোটরসাইকেল বহর নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে ও একজন ভাড়াটিয়াকে টেনে হেচরে শ্লীলতাহানী করে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে বাড়ির সকল মালামাল লুটপাট করে বাড়িটি দখল করে নেয়া হয়। তিনি (মাজিদা বেগম) আরও বলেন, এ ঘটনার অভিযোগ দায়ের করতে কোতয়ালী মডেল থানা পুলিশের স্মরনাপন্ন হলেও থানা থেকে কোন আইনী সহায়তা মেলেনি।

চাঁদমারী মাদ্রাসা সড়কের বাসিন্দা মৃত মহব্বত আলী হাওলাদারের ছেলে প্রবাসী নিজাম উদ্দিন আরও অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তার ভাই জসিম উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে নিজের বোনজামাতা জসিম উদ্দিনের পক্ষালম্বন করে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তরিক তার সহযোগিদের নিয়ে বাড়িটি দখল করে নিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাড়ি দখল, হামলা, লুটপাট ও নারীর শ্লীলতাহানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিক বলেন, বাড়িটি নিয়ে দুই ভাই জসিম উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারা উভয়েই আমার আত্মীয়। এতোদিন পুরো বাড়ি নিজাম উদ্দিন ব্যবহার করেছেন। এখন সেখানে জসিম উদ্দিন উঠেছেন। এই ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। অহেতুক আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আমি যতদূর জেনেছি বাড়ি দখলের কোন ঘটনা ঘটেনি। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এতোদিন পুরো বাড়ি দখল করে একজন ছিল, এখন সেখানে আরেকজন উঠেছে।