তারাগঞ্জে প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের মানববন্ধন

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
তারাগঞ্জে প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ এনে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলামের দ্রুত অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।তারাগঞ্জ  ডেইরি এন্ড ফেটেনিং ফার্মার্স এসোসিয়েশন ও পিজি গ্রুপ এবং খামারিদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে রংপুর দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে খামারি ও পিজি গ্রুপের সদস্যদের মধ্য হতে খামারী ও পিজি গ্রুপের নেতারা তাদের বক্তব্যে বলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বেআইনি ভাবে সরকারি গাছ কাটা ও পিজি গ্রুপের সদস্যদের নাস্তার টাকা আত্মসাৎ, খামারিদের সাথে অসদাচরণ মত অভিযোগ রয়েছে এই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ কেএম ইফতেখারুল ইসলাম বিরুদ্ধে।  তার ব্যবহারে অতিষ্ট খামারীরা । আগামী  ৭২ ঘন্টার মধ্যে এই দূর্নীতিবাজ কর্মকর্তার অপসারণসহ তাকে  দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় তারা। তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরো জোরদার কর্মসূচি ডাক দেয়ার হুশিয়ারী দেয় খামারি ও পিজি গ্রুপের সদস্যরা।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের পিজিগ্রুপের সদস্য, প্রায় ৫/৬ শত খামারীসহ প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলামের ব্যবহারে অতিষ্ঠ ভুক্তভোগী সাধারন মানুষ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে জেলা প্রশাসক রংপুর বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী খামারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে