আশাশুনিতে হারি না পেয়ে দখলকৃত জমি ফেরৎ নেওয়ায় ষড়যন্ত্র, প্রতিকারে মামলা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৭:২৪ পিএম
আশাশুনিতে হারি না পেয়ে দখলকৃত জমি ফেরৎ নেওয়ায় ষড়যন্ত্র, প্রতিকারে মামলা

আশাশুনিতে জমি হারি নিয়ে টাকা না দিয়ে জবর দখলে রাখা জমি ফিরিয়ে নেওয়ায় দখলকারীরা মিথ্যা প্রপাগান্ডা ও ষড়যন্ত্র শুরু করেছে। মালিকপক্ষ আদালতে মামলা করেও প্রতিপক্ষকে থামাতে পারছেনা, উল্টো চাঁদা দাবী ও ঘের লুটপাটের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়েরের ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবী করেছেন মালিক পক্ষ। 

শ্রীউলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোশাররফ হোসেন মজনু ও মহিষকুড় গ্রামের মৃত আছাদুর রহমান মোল্যার ছেলে আমিনুর রহমান (মাস্টার) সাংবাদিকদের জানান, মহিষকুড় মৌজায় ১৮০, ২৩৮, ২৬৮, ৩৪৭, ২১৮, ৩২৯ নং খতিয়ানে রেকর্ডীয় এবং ডিডকৃত সাড়ে ৪৬ বিঘা জমির ৩ খন্ড মৎস্য ঘের আছে। ২০১৮ সাল থেকে ঘেরে আমরা মৎস্য চাষ করে আসছি। ২০২১ সালে একটি মামলায় মজনুকে জড়ানো হলে তিনি গ্রাম ছাড়া হন। এসময় মাগফুর রহমান বুলু গং আমিনুর রহমানের কাছ থেকে বন্ধক নেওয়া ৪ বিঘা জমির সাথে তার ৭ বিঘা জমি হারীর মৌখিক চুক্তিতে নেয়। কিন্তু পরবর্তীতে আওয়ামীলীগ নেতা লাকী ও তার চাচাত মনজুকে সাথে নিয়ে হারীর টাকা না দিয়ে জবর দখল করতে থাকেন এবং মোশাররফ হোসেন মঞ্জুর সাড়ে ৪ বিঘা জমিও জবর দখল করে নেওয়া হয়। একই ভাবে আমিনুর মাস্টারের গাজীপুর মৌজার ২ বিঘা পৈত্রিক সম্পত্তিও জবর দখল করা হয়। দীর্ঘদিন জমি উদ্ধার ও হারি আদায় না করতে পেরে অসহায় হয়ে পড়েন তারা। গত ৫ আগষ্টের পর হারীর টাকা আদায় ও জমি উদ্ধার করতে গন্যমান্য ব্যক্তিদে দারস্থ হলে শালিস বসলেও নানান অজুহাত দেখিয়ে বিচার বিলম্বিত করে। তারা ঘেরের মাছ ধরে নেওয়ার পর বাধ্য হয়ে আমরা জমি ফিরিয়ে নিয়ে ও জবর দখলকৃত জমি উদ্ধার করে শান্তিপূর্ণ দখলে আছি। এছাড়া হুমকী ধামকী দিতে থাকায় আমিনুর রহমান বাদী হয়ে মাগফুর রহমান বুলু গংদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ১৪৫ ধারায় পি-৪১৮/২৫ নং মামলা করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃংখলা রক্ষার্থে নোটিশ করেন এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যক্রম চলমান আছে।  এরপরও প্রতিপক্ষ থেমে থাকেনি বরং আমাদের বিরুদ্ধে চাঁদা দাবী, চাঁদার টাকা আদায়, ঘের ও বাসা লুটপাট ও হামলার কাল্পনিক অভিযোগ এনে পত্রপত্রিকা ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে দাবী করে তারা আরও বলেন, বুলু ঢাকায় টাকা পরিশোধের ব্যাপারে আমিনুর মাস্টারের ৫ বিঘা জমি লিখে নিয়ে এখনো ২ বিঘা জমির মূল্য ৮ লক্ষ টাকা দেননি। এব্যাপারে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে, মিথ্যা অপপ্রচার ও হুমকী ধামকী থেকে রক্ষা পেতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের। 


আপনার জেলার সংবাদ পড়তে