দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিশিষ্ট ব্যাক্তি ও সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা মংগলবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। জামায়াতে ইসলামী'র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। ননবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় রমজানের তাৎপর্য তুলে ধরে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী 'র সাবেক নবাবগঞ্জ শাখার আমির মোঃ নুরে আলম সিদ্দিকী, প্রভাষক আঃ মান্নান মাওঃ আকমল হোসেন, জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি সেলিম রেজা প্রমুখ।