৪দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন!

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৪ এএম
৪দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন!

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রক্টর মাকসুদুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

প্রক্টর আরও যোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে।

তিনি বলেন, আমরা ঢাবিতে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের এই স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।


আপনার জেলার সংবাদ পড়তে