গাতলীতে ছুরিকাঘাতে নিহত ১ আহত ২

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ এএম
গাতলীতে ছুরিকাঘাতে নিহত ১ আহত ২

বগুড়া গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিহাটা ফকিরেপাড়া গ্রামে বরেন্দ্র সেচ মেশিননিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজল (৪৭) নামের এক কৃষক খুন হয়েছে। সোহেল ও রুবেল নামে ২ জন গুরুতর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায়। নিহত সজল ওই গ্রামের মহির উদ্দীনের ছেলে, সে একজন কৃষক। স্থানীয়রা জানায়,  প্রায় ৩ বছর ধরে বরেন্দ্র একটি সেচ মেশিনের পানি সেচ দেয়াকে কেন্্রূকরে তেলিহাটা গ্রামের সিরাজুল ইসলামের সাথে নিহত সজল ও তার ভাগীদের বিরোধ চলছিলো। ঘটনার দিন সজল তার জমিতে ধান বাঁধাই করছিল এসময় জনি নামের একজন ধারালো ছুরি দিয়ে পিছন থেকে সজলের পেটে ছুরিকাহত করে। আঘাতের কারনে নারীভুড়ী বের হলে ঘটনার স্থানেই তার মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সোহেল ও রুবেল নামের ২ জন গুরুতর আহত হয়।  আহতদেরকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, ছুরিকাঘাতে সজল নামের এক কৃষক খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে