ভোলার দৌলতখানে টিভি দেখতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মোঃ ইব্রাহিম (১৪) নামে মাদ্রাসার ওই শিক্ষার্থী দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কলাকোপা খাদিজাতুল কুবরা (রা:) মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, রমজানে টিভি দেখায় মায়ের বকাঝকা সইতে না পেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ১৭ মার্চ মাদ্রাসা সংলগ্ন ইব্রাহিমের নানির বাসায়। ওই মাদরাসার শিক্ষক বেলাল হোসাইন জানান, অন্যান্য দিনের মতো মোঃ ইব্রাহিম সোমবার মাদ্রাসায় আসে। বেলা ১২ টার দিকে মাদ্রাসা ছুটির পর সে নানী ফরিদা বেগমের বাসায় চলে যায়। পরে শুনতে পাই ইব্রাহিম বাসায় গিয়ে টিভি দেখায় তার মা সুরমা তাকে রাগারাগি করে। পরে সে একাধিক বার বমি করার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এলাকাবাসী জানায়, নিহত ইব্রাহিমের বাবা ইকবাল ও মা সুরমা বেগমের বিবাহ বিচ্ছেদের ঘটনার পর থেকে সে নানীর বাসায় থাকে। গত কয়েকদিন আগে সুরমা মায়ের কাছে আসে। এ ঘটনায় নানি ফরিদা বেগম দৌলতখান থানায় লিখিতভাবে জানান, মাদ্রাসা ছুটির পর নাতি ইব্রাহিম বাসায় এসে টিভি দেখে। আমার মেয়ে সুরমা তাকে টিভি দেখতে নিষেধ করলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে টিভির রিমোট ভেঙে ফেলে এবং ঘর থেকে বাহিরে চলে যায়। পরে বাসায় এসে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। প্রথমে তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সে যোগে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মঙ্গলবার ১৮ মার্চ
দৌলতখান থানার ওসি জিলুর রহমান জানান, থানায় নানি ফরিদা বেগম বিষপানে আত্মহত্যা সংক্রান্ত একটি লিখত সংবাদ প্রদান করেছে। ভবিষ্যতে ইব্রাহিমের বাবা যদি পরবর্তীতে কোনো অভিযোগ করে সে কারণে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা পাঠিয়াছি। থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।