ফেনীতে বন্যাকবলিত এলাকায় তীব্র খাদ্য ও পানির সংকট

এফএনএস অনলাইন ডেস্ক
| আপডেট: ৯ জুলাই, ২০২৫, ০৭:০৩ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম
ফেনীতে বন্যাকবলিত এলাকায় তীব্র খাদ্য ও পানির সংকট

ভারী বর্ষণ ভারতের উজান থেকে আসা পানির ঢলে ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। মুহুরী, সিলোনিয়া কহুয়া নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অন্তত ২০টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, দেখা দিয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ ভাঙার ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ বা সহায়তা পৌঁছায়নি।

 উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর পরশুরাম অংশের জঙ্গলঘোনা এলাকায় দুটি, অলকা গ্রামে তিনটি এবং শালধর এলাকায় একটি স্থানে বাঁধ ভেঙেছে। ফুলগাজীর উত্তর শ্রীপুরেও একটি ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর গদানগর (পরশুরাম) দেড়পাড়া (ফুলগাজী) এলাকায় ভেঙেছে আরও তিনটি স্থানে।

 কহুয়া নদীর সাতকুচিয়া বেড়াবাড়িয়া (পরশুরাম) এবং দৌলতপুর (ফুলগাজী) এলাকায় ভেঙেছে আরও তিনটি বাঁধ। মঙ্গলবার ( জুলাই) বিকেল থেকে এসব এলাকায় তীব্র স্রোতের কারণে নদীর পানি আশপাশের গ্রামে ঢুকে পড়ে। এখনো নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে।

 

ফুলগাজীর মুন্সিরহাটের গাইনবাড়ি এলাকার বাসিন্দা আছমা আক্তার বলেন, "রাত থেকেই ঘরের মধ্যে পানি ঢুকছে। কিছু জিনিস উপরে তুলেছি, কিন্তু খাবার পানি নেই। প্রশাসনের কেউ এখনো আসেনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। গত বছরের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যেই আবার পানিতে ডুবতে হলো।"

 স্থানীয়রা অভিযোগ করছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়সারা সংস্কার কাজ এবং সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে প্রতি বছর একই দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বন্যাকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি চিকিৎসা সহায়তা না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

আপনার জেলার সংবাদ পড়তে