স্কুলের নতুন ভবন মুল ক্যাম্পাসে নির্মানের দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:১৩ পিএম
স্কুলের নতুন ভবন মুল ক্যাম্পাসে নির্মানের দাবীতে মানববন্ধন

পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য একাডেমিক ভবন মূল ক্যাম্পাসে রাখার দাবীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়। পরে  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ বাংালার ঐতিহ্যবাহী ১১৫ বছরের পুরনো  পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবন নির্মানের অনুমোদন দেয়া হয়েছে। দেশের স্কুল সমূহে শিক্ষক সল্পতার কারনে বর্তমান সরকার ঘোষিত স্কুল সমূহে শিফটিং বাতিল করে এক শিফটে স্কুল চালানোর জন্য নতুন নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় পিরোজপুর জেলা শহরে দুটি সরকারী বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মানের অনুমোদন দেয়া হয়।

পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের ৬ তলা ভবনটি নির্মানের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দাবী উপেক্ষা করে পুরাতন জেলখানার পিছনে জঙ্গলের মধ্যে নতুন একাডেমিক ভবন নির্মানের উদ্যোগ নেয়। যেখানে ইতিমধ্যে কয়েক লাখ টাকা ব্যয়ে সয়েল টেস্টও সম্পন্ন করেছে শিক্ষা প্রকৌশল বিভাগ। মানববন্ধনে বক্তারা বলেন, মূল ক্যাম্পাসের বাইরে নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, শৃঙ্খলাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। তাদের দাবী বিদ্যালয়ের মূল ভবনের পশ্চিম পাশের মসজিদ সংলগ্ন পরিত্যাক্ত ঝুকিপূর্ণ ভবনটি অপসারন করে সেখানে নতুন ভবন নির্মান করা হোক। এতে করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম গতিশীল হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। এ ছাড়া মূল ক্যাম্পাসের ভিতর জরাজীর্ণ পরিত্যাক্ত ভবন থাকলে সেখানে মাদকের আস্তানা গড়ে ওঠাসহ নানাবিধ অসামাজিক কার্যকলাপ সংঘটনের আশঙ্কা থাকবে। বক্তারা বলেন, এই ঈদের ছুটির পূর্বেই দাবীকৃত স্থানে নতুন স্কুল ভবন নির্মানের সিদ্ধান্ত চুড়ান্ত না করলে ঈদের পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে বৃহৎ কর্মসুচি গ্রহনে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাংবাদিক খালিদ আবু, মিজানুর রহমান, বর্তমান শিক্ষার্থী সাদী মো.হিমেল প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে