সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম
সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত থ্রী-হুইলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম স্বপন (২৮) নামের এক প্রবাসী নিহত ও আরোহী জসিম রাঢ়ী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার পরমান্দশাহ এলাকায়।

নিহত জহিরুল ইসলাম স্বপন উজিরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোবারক বেপারীর ছেলে। অতিসম্প্রতি তিনি কুয়েত থেকে ছুটিতে বাড়িতে আসেন। মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওইদিন দুপুরে প্রবাসী জহিরুল ইসলাম স্বপন তার বন্ধু বামরাইল এলাকার বাসিন্দা জসিম রাঢ়ীকে নিয়ে মোটরসাইকেলযোগে ডাবেরকুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতলা-উজিরপুর আঞ্চলিক সড়কের পরমান্দশাহ এলাকার ইট ভাটা নামকস্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চলন্ত মাহেন্দ্রার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রবাসী জহিরুল ইসলাম স্বপন নিহত ও আরোহী জসিম রাঢ়ী গুরুত্বর আহত হন। তাকে (জসিম) উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে