নির্যাতিত কলেজ ছাত্রীকে দেখতে পটুখালিতে নাহিদ ইসলাম

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৪:২৯ পিএম
নির্যাতিত কলেজ ছাত্রীকে দেখতে পটুখালিতে নাহিদ ইসলাম

পটুয়াখালীর দুমকিতে  জুলাই অভ্যুত্থান এর শহীদ হওয়া (জসিম উদ্দিনের) কন্যা দ্বাদশ শ্রেনীর ছাত্রীর চিকিৎসার অবস্থা দেখতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভিকটিম কে লেখাপড়া সহ তার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য সহায়তা দেবে এনসিপি। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার ভিতরে অপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে জেলা পুলিশ প্রশাসনকে। আজ আমরা যে ভিকটিমকে দেখতে এসেছি সেই ভিকটিম ও আমাদের দাবি ভবিষ্যতে সারাদেশের কোন কিশোর-কিশোরী এবং নারী যাতে ধর্ষণ না হয় সে ব্যাপারে সরকার ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। 

এসময় ছিলেন যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা,যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ,যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার সহ কেন্দ্রীয় নেতারা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই অভ্যুথ্যানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত জসীম হাওলাদারের ধর্ষিতা কন্যা কে দেখতে এসে এনসিপি আহবায়ক সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টি আহবায়ক নাহিদ ইসলাম আরো বলেন,  সাম্প্রতিক সময়ে দেশে মা বোনদের উপর নির্যাতন এমনকি ধর্ষনের মত ঘটনা বেশ উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে। অল্প সময়ে এত বেশী এসব ঘটনা ঘটছে যা কাম্য নয়, আমরা বিষয়গুলো তত্তাবধান করছি এবং সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে জাতীয় নাগরিক পার্টি একসাথে কাজ করছে। 

এদিকে, পাঙ্গাসিয়ার  ধর্ষণের ঘটনায় ভিকটিম পরিবারের সাথে সাক্ষাতের জন্য বিএনপি'র এক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুপুর ১ টায় পটুয়াখালীতে আসন। পরবর্তীতে বিকেলে তারেক রহমান ভিডিও কনফারেন্সে পরিবারের সাথে কথা বলন বলে জানিয়েছেন হাসান মামুন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) বাবার কবর জিয়ারত শেষে সন্ধ্যার পর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে তরুনী ধর্ষনের শিকার হয়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আলগী গ্রামের মৃত মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি (১৭) এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (১৯)। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW