হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ১৩ হাজার ৩শ ২৩টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপজেলার ৬টি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ১৩৩ দশমিক ২২ টন চাল। এ চাল ১৩ হাজার ৩২২টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।