বরগুনা সদর উপজেলায় জাটকা আহরন বন্ধ সময়ে জেলদের ভিজিএফ এর আওতায় ফেব্রুয়ারী ও মার্চ দুই মাসের বরাদ্দকৃত ৮০ কেজি করে চাল বিতরন করা শুরু হয়েছে। শুধু নদীতে ইলিশ মাছ আহরনের সাথে নিযুক্ত ৭১০০জন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন চলমান রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা ১৬৮৫ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ডিজিটাল পাল্লায় মেপে মেপে এই চাল বিতরন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিটি জেলে পরিবারের মধ্যে ৮০ কেজি হারে চাল বিতরণ করেছেন ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ।
উপকারভোগী জেলে গাজী মাহমুদ গ্রামের জেলে আজিজ বলেন, আমরা আজকে জেলে ভিজিএফ দুই মাসের ৮০ কেজি চাল পেয়েছি। আমাদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ নিজে দাড়িয়ে থেকে ডিজিটাল পাল্লায় আমাদের চাল মেপে দিয়েছে। সরকারের কাছে আমাদের দাবি যাতে এই চালের সাথে আমাের কিছু আর্থিক সহায়তা করা হয় কার শুধু চাল খেয়ে তো আর দিন চলে না।
১০ নং নলটোনা ইউনিয়ন এর চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, আমার ইউনিয়ন এর নিবন্ধিত জেলের সংখ্যা ২৩২২ সেখানে আমরা ১৬৮৫ জন জেলের নামে বরাদ্ধ পেয়েছি। সেক্ষেত্রে আমাদের প্রায় সাত শত জেলেদের চাল দিতে পারি না যেটা আমাদের জন্য কস্টজনক।আমাদের দাবি যাতে সরকারের পক্ষ থেকে শতভাগ জেলেদের চাল বরাদ্ধের ব্যাবস্থা করে।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা মৎস কর্মকর্তা মারুফ বলেন, আমদের বরগুনা সদর উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৮৭৬৫ জন। তার অনুকুলে অধিদপ্তর থেকে ৭১০০ জন জেলের বরাদ্ধ পেয়েছি। শতভাগ জেলেদের জন্য যাতে বরাদ্ধ হয় সে বিষয়ে আমরা আমাদের উপরস্থ কর্মকর্তাদের জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতেছি যাতে জেলেদের এই চালের সাথে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয়।