পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে দেউলবাড়ী ইউনিয়ন পরিষদ সম্মুখে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা।বৃহস্পতিবার (২০মার্চ ) দুপুরে উপজেলার ৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম রফিকুল আলম বাবুলের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মো: ইউনুস আলী শেখ, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, বিএনপি নেতা রেজাউল কবির হাওলাদার, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক মোস্তফা জামান স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম সহ দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান কর্তৃক হিন্দুদের জায়গা দখল, ৪০ দিনের কর্মসূচির কাজ না করিয়ে টাকা আত্মসাৎ, উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৩'শত ৩৬ জন মৎস্যজীবীদের কাছ থেকে একশত করে টাকা আদায় করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুলের নির্দেশে স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা ও কাঞ্চন দাস, গ্রাম পুলিশ হাসান খলিফা ও স্থানীয় বারেক বেপারীর ছেলে কবির হোসেন বেপারী এ টাকা আদায় করেন। এমন অনিয়ম ও দুর্নীতির কারণে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনা এবং তাকে অপসারণের দাবি জানান হয়। এ সময়ে মানববন্ধনে উপস্থিত স্থানীয় একাধীক মৎস্যজীবীরা জানান, দুই মাসের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চালে ৫-১০ কেজি করে কম দেয়া হয় ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল জানান, আমার বিরুদ্ধে মানববন্ধন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। কে বা কারা করতেছে সেটাও জানিনা। আর মৎস্যজীবী কার্ড ধারী দের কাছ থেকে টাকা আদায়ের বিষয়েও কিছুই জানিনা বরং টাকা আদায়ের খবর শুনে সেই টাকা প্রত্যেককে ফেরত দিয়ে দিয়েছি।এখন কেন আমার বিরুদ্ধে মানববন্ধন সেটা আমি বলতে পারব না।