চৌগাছায় মানবপাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৭:৪৫ পিএম
চৌগাছায় মানবপাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা

যশোরের চৌগাছায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে শেয়ারিং ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহযোগি সংস্থা রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। অন্যান্যের মধ্যেবক্তব্য  বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সহযোগি সংস্থা রূপান্তরের প্রশিক্ষক দ্বিপঙ্কর মন্ডল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহজাহান, ইউপি সদস্য মুসলিমা খাতুন, ও উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের দুজন শিক্ষার্থী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে