পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেডের বীমা বিষয়ক সভা

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৮:১৩ পিএম
পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেডের বীমা বিষয়ক সভা

দিনাজপুরের পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেডের আমবাড়ী শাখার আয়োজনে বীমা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার। আমবাড়ী শাখার ব্যাঞ্চ ম্যানেজার মোঃ মাহফুজার রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান প্রামানিক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান) মোস্তফা আল-কামাল। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর দিনাজপুরের জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু। এছাড়াও আমবাড়ী শাখার জেনারেল ম্যানেজার মো: শাহের আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে আমবাড়ী শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক বীমা বিষয়ক আলোচনা সভা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে