বাজিতপুরে দুটি দোকান পুড়ে ছাই

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০২:০৯ পিএম
বাজিতপুরে দুটি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারে লক্ষিপুর সড়কে তিন্নি ডেন্টাল কেয়ার ও রেখা সাইকেল এন্ড হার্ড দোকানে গত বুধবার দিবাগত গভীর রাতে আগুন লেগে দোকানীদের সব মালামাল পুড়েঁ ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ খবর পাওয়ার পর বাজিতপুর দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। এতে দুটি দোকানে ক্ষতির পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যদের ধারনা বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ জানায়, তারা খবর পাওয়ার পর ঘটনা স্থলে আসে। তবে দুই দোকানের মালিকরা কেউ মামলা দিতে আসেনি বলে ব্যক্ত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে