ফিলিস্তিনের উপর হামলা ও ইসরাইল পন্য বর্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৩:৩৮ পিএম
ফিলিস্তিনের উপর হামলা ও ইসরাইল পন্য বর্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের জনগণের উপর অতর্কিত বোমা ফেলে শিশুসহ নিরীহ জনগণকে হত্যা এবং ইসরাইল পন্য বর্জনের প্রতিবাদে আশুগঞ্জে আহলে সুন্নাত আল জামাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি জেলা আহলে সুন্নাত আল জামাতের সভঅপতি কাজী মহি উদ্দিন মোল্লার নেতৃত্বে শুক্রবার বাদ জুমা আশুগঞ্জ গোলচত্বর থেতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন করে পুনরায় গোরচত্বওে গিয়ে শেষ হয়।সেখাসে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি জেলা আহলে সুন্নাত আল জামাতের সভঅপতি কাজী মহি উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,মৌলানা মিজিানুর রহমান,মৌলানা মো.আতাউল্লাহ,ফখির মো.জসিম,যুবদল নেতা সেলিম পারভেজসহ আাে অনেকে।বক্তারা বলেণ,নিরীহ ফিলিস্তনীদৈর উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র পতিবাদ জানান এবং অভিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহবান জান ান।পাশাপাশি ইসরাইলী পন্য ব্যবহার না করার জন্য মুসলিশ সম্প্রদায়ের অনুােধ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে