গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৩:৪১ পিএম
গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে পিরোজপুৃরে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শুক্রবার জুমা বাদ স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব এক সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধ বিরতি ও শান্তি চুক্তির বাহানা করে ঘোষিত যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৭ রমজান নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়ে নারী-শিশুসহ সহস্রাধিক  মানুষকে হত্যা করেছে। ওই হামলায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ। ওই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতি সংঘের কাছে আমরা ইসরাইলী হামলা ও আগ্রাসনের বিচার চাই। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারী মোঃ জহিরুল হক, পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে