কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত কার্যক্রমকে আরো সক্রিয়করণ করতে ০২ দিন ব্যাপী ০৩ টি প্রশিক্ষণ ব্যাচ অনুষ্ঠিত হয়। ১৭-১৮ মার্চ ২০২৫ তারিখে ০২ ব্যাচ এবং ১৯-২০ মার্চ ২০২৫ তারিখে আরো ০১ ব্যাচ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭-১৮ মার্চ ২০২৫ ইং তারিখ সোম ও মঙ্গলবার এবং বুধ ও বৃহস্পতিবার মিনি কনফারেন্স রুম এবং সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মমতাজ বেগম।
প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যবৃন্দ। রিসোর্স টিমের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
জেলা রিসোর্স টিমের (ডিআরটি) সদস্যদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ, জেলা লিগ্যাল এইড অফিসার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ০২ দিন ব্যাপী ০৩ ব্যাচ প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।
গ্রাম আদালতের ওপর ভিডিও প্রদর্শন, বিচার ব্যবস্থা, এখতিয়ার, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতে সিদ্ধান্ত গ্রহন ও কার্যকরকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালতে মামলা স্থানান্তর এবং অর্ন্তভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, কিশোরগঞ্জ। এ্যাসিস্টেন্ট কমিশনার, স্থানীয় সরকার শাখা, কিশোরগঞ্জ প্রশিক্ষণের যাবতীয় বিষয়ে সহযোগিতা করেছেন। কোর্স কোঅর্ডিনেটর এর ভূমিকা পালন করেন, উপপরিচালক, স্থানীয় সরকার, কিশোরগঞ্জ। এছাড়াও প্রোগ্রাম ও ফিন্যান্স এ্যাসিস্টেন্ট এবং উপজেলা সমন্বয়কারীগণ সহযোগিতা প্রদান করেন।