গাঁজায় হামলার প্রতিবাদে গজারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:০৪ পিএম
গাঁজায় হামলার প্রতিবাদে গজারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় তাওহীদি জনতার ব্যানারে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এর আগে প্রতিবাদী মুসল্লীরা বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে ভবেরচর  বাসষ্ট্যান্ড এলাকায় একত্রিত হয়।

বক্তারা বলেন, যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় বোমা হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা করে বিশ্ব মানবতাকে ধ্বংসের এক মহাপরিকল্পনা করেছে। ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। অবিলম্বে যুদ্ধ বন্ধে বিশ্বের সব মানবতাবাদী মানুষদের সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে