দৌলতপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম
দৌলতপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

৮ ডিসেম্বর কুষ্টিয়া দৌলতপুর হানাদার মুক্ত দিবস।নানা আয়োজনে দিবসটি পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আরঙ্গজেব,বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান,রিফাইতপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, প্রাগপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ৮টায় শহীদ রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকুল আলম এর স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শহীদ রফিকুল আলম ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাতে আল্লারদর্গা বিটিসির পার্শ্বে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

আপনার জেলার সংবাদ পড়তে