সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেইটের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ মানববন্ধনের আয়োজন করে। আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পিএফজি এর সদস্যসহ সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।
হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এবং পিএফজির সদস্য কটিয়াদী ফেকামারা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আ. জব্বার, প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সাংবাদিক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, পিএফজির কো-অর্ডিনেটর আনম তানভীর হায়দার ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও কবি গোলাপ আমিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো.আক্তারুজ্জামান।